Sketchwar Button Image View Shadow Round Code
বন্ধুগণ আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন
যারা sketchwar এর মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন তৈরি করে থাকেন অথবা যারা sketchwar দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করা শিখছেন তাদের জন্য এই আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ
তাই আজকে আর্টিকালের মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনি আপনার Apps এর বাটন অথবা লিনিয়ার ইমেজ ভিউ গোল করবেন
গোল করার জন্য অন্যান্য ব্লগ রয়েছে তাই আজকে আপনাদেরকে সেম্পিল ভাবে দেখিয়ে দিব কোডের মাধ্যমে জাস্ট কপি করে পেস্ট করে আপনি আপনার ইমেজ ভিউ বাটান লিনিয়ার আরো অন্যান্য জিনিসকে Round এবং বলতে পারেন গোল করতে পারেন।
তাই আমি বলব আপনি sketchwar কাজ করছেন তাহলে আমার এ বিষয়বস্তু বুঝতেছেন আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি তাই আর্টিকেলগুলিকে মনোযোগ সহকারে পড়ুন এবং বুঝুন আর সুন্দর হবে ফলো করুন
সর্বপ্রথম আমাদেরকে ইমেজ অথবা লিনিয়ার বাটন গোল করতে হয় সে ক্ষেত্রে আমাদেরকে মোর ব্লক তৈরি করতে হবে মর ব্লক কিভাবে তৈরি করবেন সেই স্টেপগুলোকে সুন্দরভাবে ফলো করুন। মোর ব্লক যখন আপনার তৈরি হয়ে যাবে গোল করা আপনাদের জন্য যেকোন জিনিসকে সহজ হয়ে যাবে জাস্ট একটি কোড পেয়ে যাবেন নিচু নে খেয়াল করুন দেখতে পাবেন জাস্ট সেগুলিকে কপি করে নিবেন তো চলুন বন্ধুগণ আমরা কিভাবে তৈরি করব সেই স্টেপগুলোকে ফলো করি।
আমি মনে করে নিচ্ছি আপনি আপনার ডিসপ্লেতে একটি লিনিয়ার ইমেজ ভিউ একটি বাটান নিয়ে এসেছেন এখন সেগুলিকে আমরা রন্ড করব বলতে গেলে বাংলায় গোল করব গোল করার জন্য আমরা EVENT চলে আসব সবার নিচে দেখতে পাবো মোর ব্লক সেখানে জাস্ট ক্লিক করে নিব ক্লিক করার পর আমরা খেয়াল করলে দেখতে পারবো FAB (+) মত আইকন করে সেখানে ক্লিক করব আমাদের সামনে ব্লক তৈরি করার জন্য অপশন গুলি চলে আসবে ইমেজগুলিকে সুন্দর ভাবে ফলো করুন সেম ভাবে কাজগুলি আপনাকে করে নিতে হবে।
1) Step follow images
এখন আপনাদেরকে onCreate ক্লিক করুন খেয়াল করলে দেখতে পাবেন একটি গোল করে একটি আইকন সে আইকনটি হচ্ছে ব্লগের এড করার জন্য । আপনি যদি sketchwar কাজ করে থাকলে অবশ্যই আপনি জানেন সেটাকে ক্লিক করুন আপনার সামনে অনেক কয়টি ব্লকের অপশন চলে আসবে সেখান থেকে মোর ব্লগটি সিলেক্ট করে নিন। সিলেট করার পর
আপনার সামনে মোর ব্লক যেটি তৈরি করেছেন সেটি চলে আসবে জাস্ট সিটিকে ধরে অ্যাড করে ফেলুন এখন আপনি আপনার পছন্দমত কত round করবেন সেটি সে number বসিয়ে দিন সেটাও কত রাখতে চাচ্ছেন সিটি সিলেক্ট করে দিন এবং কোন কালার রাখতে চান সিটি সিলেক্ট করে নিন এভাবে করে আপনার ভিউ ডিসপ্লেটি যে কয়টি জিনিস সিলেক্ট করে রেখেছেন
১) বাট সিলেট করে থাকলে বাটনের জন্য একটি নিবেন।
২) লিনিয়ার সিলেট করে থাকলে লিমিনের জন্য একটি ব্লক নিবেন
৩) ইমেজ ভিউ নিয়ে থেকে থাকলে ইমেজের জন্য
একটি ব্লক সেট করবেন
এভাবে করে আপনি যে কয়টি আপনার ভিউ ডিসপ্লেতে সেট করে রেখেছেন সে কয়টির ব্লক নিয়ে জাস্ট আপনি আপনার মনের মতো সেডো, কালার, রাউন্ড, বসিয়ে নিবেন
বন্ধুগণ এভাবে করে আপনি আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন
Corner Radius & round more block code copy
android.graphics.drawable.GradientDrawable ab = new android.graphics.drawable.GradientDrawable();
ab.setColor(Color.parseColor(_color));
ab.setCornerRadius((float) _radius);
_view.setElevation((float) _shadow);
_view.setBackground(ab);
0 মন্তব্যসমূহ