স্বাগতম আপনাকে Arman TecH Pro ব্লগে
আজকে আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা নিজে থেকে নেস্কো প্রিপেইড মিটার রিচার্জ করবেন বিকাশের মাধ্যমে
হয়তো আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে বিকাশ দোকান থাকতে নিজে থেকে মিটার রিচার্জ করার প্রয়োজন কেন
যে বিষয় নিয়ে বলা হয়েছে:
- Nesco prepaid meter charges
- bKash Electricity bill Payment charge
- NESCO Prepaid Meter codes
- Nesco prepaid meter recharge history
- Nesco Bill Payment By Rocket
- Nesco prepaid meter number
- Electricity bill check BD
বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা খেয়াল করে দেখতে পারেন মিটারে টাকা শেষ হবার কোন লিমিট বা কোন সিস্টেম নাই যখন তখন শেষ হয়ে যেতে পারেন হয়তো মনে করেন যখন অর্ধেক রাতে আপনার মিটারটি টাকা শেষ হয়ে গেলো আপনার কারেন্ট অফ হয়ে গেলো তখন তো আর কোন ধরনের দোকান খোলা পাবেন না
যদি আপনি নিজে থেকে রিচার্জ করতে পারেন আপনার বিকাশে যদি টাকা থাকে তাহলে আপনি নিজে থাকে রিচার্জ করে আপনার মিটারে টাকা লোড করে কারেন্টে কে আপেন করতে পারেন
সেজন্য বলছি এগুলো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনি আমাদের সবাইকে নিজের থেকে জানা প্রয়োজন
আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে মিটার রিচার্জ করতে পারবেন পরবর্তীতে আমি আপনাদের কাছে আরও দুইটি আর্টিকেল পোস্ট করব সে আর্টিকেলটি হবে রকেট এবং নগদ থেকে কিভাবে রিচার্জ করতে পারেন
বন্ধুরা রিচার্জ করা খুবই সহজ জাস্ট স্টেপ গুলি ফলো করুন আপনি নিজের থেকে মিটার রিচার্জ করতে পারবেন
সবার প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনি বিকাশ নামের অ্যাপস টি ইন্সটল করে ফেলেন যদি ইনস্টল করা থাকে তাহলে ভেরি গুড
বিকাশ অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে যাবার পর ক্লিক করে অপেন করলে উপর দিকে দেখতে পারবেন ( Pay Bill ) সেখানে ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নতুন একটি পেজ ওপেন হবে তার উপর দিকে খেয়াল করলে দেখতে পাবেন ক্যাটাগরি সেখান থেকে এই ক্যাটাগরিতে কে পছন্দ করুন👉 ( Electricity ) ক্লিক করার সাথে নিচে
দেখতে পাবেন নেস্কো পোস পেড এন্ড প্রিপেইড আপনারা প্রিপেইড টাকে ক্লিক করুন আপনাদের সামনে আরেকটি পেইজ ওপেন হয়ে যাবে সেখানে আপনার কাছে কাস্টমার নাম্বার দিতে বলবে আপনার মিটারের সঙ্গে যেটি কার্ড দেওয়া হয়েছে সেখানে পিছনে আপনারা দেখতে পাবেন কয়েকটি ডিজিটের নাম্বার সেটি হচ্ছে আপনার কাস্টমার নাম্বার সে নাম্বারটি টাইপ করবে
তার নিচে খেয়াল করলে দেখতে পাবেন আরেকটি বক্সে সে বক্সে কাস্টমার নাম্বার চাওয়া হবে কাস্টমার নাম্বার বলতে আপনার যে কোন ফোন নাম্বার ওখানে দিয়ে ফেলুন সবার নিচে অনে খেয়াল করলে দেখতে পারবেন তীরের মত আইকন সেখানে এক টি ক্লিক করলে দ্বিতীয় ধাপে চলে আসবেন সেখানে আপনার যত টাকা এমন রিচার্জ করতে চাচ্ছেন সে এমনটি সেখানে বসিয়ে দিবেন
আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে সেটি হচ্ছে 200 টাকার উপরে রিচার্জ করতে পারবেন তার কমে রিচার্জ টি আপনার হবে না সে জিনিসটা মাথায় রাখবেন
সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের অটোমেটিক রিচার্জ হয়ে যাবে তারপরও যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে আপনাদের রিচার্জ করার টোকন নামের একটি এসএমএস পাবেন এসএমএসে ২০ ডিজিটাল নম্বর পাবেন জাস্ট সে নাম্বারটি দেখে আপনার মিটার টাইপ করে সবুজ রঙ্গের এন্টার বাটন চাপ দিলে আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে
বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ২০ ডিজিট নাম্বার কখন আপনারা ব্যবহার করবেন আপনার মিটার রিচার্জ করার পর যদি আপনার ব্যালেন্স জগ না হয় তাহলে এই ২০ ডিজিটাল টোকেন নাম্বারটি আপনাকে ব্যবহার করতে হবে
তাছাড়া আপনার কোন প্রয়োজন পড়ে না টোকেন নাম্বার টি ব্যবহার করার।
বন্ধুগণ আপনি যদি না জেনে থাকেন কিভাবে মিটারের ব্যালেন্স চেক করতে হয় সেক্ষেত্রে আপনার রিচার্জ ব্যালেন্স চেক করার জন্য আপনার মিটার গিয়ে ডায়াল করুন (২০০) তারপর টাইপ করুন সবুজ রঙ্গের ইন্টার বাটাম চাপ দিন তাহলে আপনি দেখতে পাবেন আপনার লাস্ট রিচার্জে টাকা যোগ হয়েছে
আমাদের আর্টিকেল পড়ে যদি আপনাদের কে কোন ধরনের বুঝতে সমস্যা হয় থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে বক্সে কমেন্ট করে জানাবেন
পরিবর্তে আর্টিকেল রকেট থেকে কিভাবে আপনার মিটার রিচার্জ করতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ
0 মন্তব্যসমূহ