Apex Launcher hidden প্রয়োজনীয় Apps - পার্সোনাল হিসেবে প্রয়োজন অ্যাপস

 স্বাগতম জানাই আপনাকে Arman TecH Pro ওয়েবসাইটে 

Apex Launcher hidden প্রয়োজনীয় Apps - পার্সোনাল হিসেবে প্রয়োজন অ্যাপস

আজকের আর্টিকেলে আপনারা জানতে পারবেন 

কিভাবে আপনারা আপনার পছন্দের অ্যাপলিকেশন 

লুকিয়ে রাখতে পারেন

Arman TecH Pro, apx Launcher

অ্যাপ্লিকেশন লুকিয়ে কেন রাখবেন?

বন্ধুরা অনেক সময় অনেক ধরনের অ্যাপ্লিকেশন 

আমরা ব্যবহার করে থাকি যেটা মানুষের কাছে শেয়ার 

করতে চায় না বা মানুষকে আমরা দেখাতে পছন্দ করি 

না সে কারণে আমাদেরকে সে কারণে আমাদের 

অ্যাপ্লিকেশন লুকিয়ে রাখতে হয়

বন্ধুরা অনেক মোবাইলে অ্যাপ্লিকেশন লুকানো সেটিং 

টি থাকে যাদের মোবাইলে সেটিং অপশন নাই তাদের 

জন্য আজকের আর্টিকেল সর্বপ্রথম বলে রাখি আমরা 

অ্যাপলিকেশন লুকিয়ে রাখবো একটি অ্যাপ্লিকেশনের 

মাধ্যমে যেটির নাম হচ্ছে Apex Launcher।

সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে  সার্চ 

করবেন আপেক্স লঞ্চের সর্বপ্রথম আপনারা দেখতে 

পাবেন সেটা ইন্সটল 

Play store icon select

Apex Launcher

করে নিবেন ইন্সটল করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন 

করে নিবেন করার পর আপনাদের কাছে কয়েকবার 

নেক্সট স্টেপ চলে আসবে next next  করার পর 

উপর রাইট সাইডে skip  অপশন দেখতে পাবেন 







সেটা কে ক্লিক করার পর আপনাদের কাছে দুইটা 

অপশন চলে আসবে স্কিপ করে দিন সাথে সাথে 

আপনাদের সামনে একটি এড চলে আসবে সেটিকে 

ক্লোজ করে দিবেন তারপরে নিজন দিকে হোমস্ক্রীন 

বটম সেটিকে ক্লিক করুন আপনাদের অ্যাপ্লিকেশন 

সেটআপ হয়ে 



যাবে আপনাদেরকে সিলেট করতে বলবে আপনার 

আপনাদের আগের লেন্সের ব্যবহার করবেন যে টি 

ইন্সটল করেছি সেটাকে সিলেট করে  নিবেন 

উপরে রাইট সাইড এর দেখতে পাবেন থ্রি 



ডটএপ্লিকেশন ইন্সটল করা আছে টিক মার্ক দিয়ে 

নিবেন পিছনের দিকে দেখতে পারবে নাসঙ্গে আপনার 

ডিসপ্লে থেকে হাইট হয়ে যাবে চিহ্ন উঠিয়ে দিলে আবার 

আন হাইড হয়ে যাবে




তারপরও আপনাদেরকে বুঝতে যদি কোন 

ধরনের সমস্যা হয় তাহলে এই ভিডিও লিংক এ ক্লিক 

করে প্রাকটিকালে দেখে আসতে পারেন ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ