Background colour change anyhow image আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করুন

স্বাগতম আপনাকে Arman TecH Pro ব্লগ

বন্ধুরা আজকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা খুব সহজে আপনার যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন তাও আবার প্রফেশনাল লেভেলের যেটা মানুষ দেখে অবাক হয়ে যাবে কি আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছেন


হয়তো আপনি জানেন একটা ছবির ব্যাকগ্রাউন্ড কালার এডিটিং কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে সবাই চায় যাতে যে কোন সোশ্যাল মিডিয়া একাউন্টে আমার ছবিটা একটু প্রোফেশনাল এবং সুন্দর দেখা যাক যাতে যে কেউ দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করতে বাধ্য হয়ে যায় 


তাই বন্ধুরা আজকে আপনার মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটির মাধ্যমে মাত্র এক ক্লিকে আপনার মনের মত কালার এডিটিং করতে পারেন তাও প্রফেশনাল লেভেলের


আপনি যদি কালার এডিটিং করতে না পারেন অথবা কালার এডিটিং করতে চিন্তিত থাকেন কি কিভাবে এডিটিং করব আজকে আর্টিকেলটি আপনি পরে আপনি খুব সহজে করতে পারবেন এর আগে কখনো যদি কালার এডিটিং এর কাজ না করে থাকেন আমার আর্টিকেলটি পড়ে আপনি খুব সহজ এবং খুব আরাম ভাবে সুন্দর ভাবে এডিটিং করতে পারবেন


আমাদের আর্টিকেল পড়ে যদি আপনার বুঝতে কোন ধরনের সমস্যা যদি বুঝা যায় আপনি প্যাকটিকালে ভিডিও দেখে শিখতে পারেন আমি ভিডিওটি উপরে দিয়ে রাখবো আমি চাইনা যে আমার ওয়েবসাইটে কেউ এসে কিছু না শিখে যেতে পারে অথবা লিংকে ক্লিক করুন


তো চলুন বন্ধুরা আমরা জেনে নেই কিভাবে আমরা নিজের ছবিকে প্রফেশনাল লেভেলের কালার এডিটিং করতে পারি যেটি আমরা যে কোন সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করতে পারি প্রফেশনাল লেভেলের কালার এডিটিং ছবি


সর্বপ্রথম স্টেপ গুলি কে ফলো করুন:


সরাসরি চলে যাবেন গুগোল প্লেস্টরে সার্চ বক্সে সার্চ করুন (3D Lut Mobile) অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথমে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ইন্সটল করে ফেলুন


তারপরে আপনার মোবাইল স্ক্রীনে আসার পর আপনি যে এপ্লিকেশনটি ইন্সটল করেছেন সেই অ্যাপ্লিকেশন টি ক্লিক করে অপেন করবেন কোন ধরনের এলাও যদি চেয়ে থাকে তারপরে আপ্নারা এলাউ করে দিবেন


এলাও করা পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ভেরি সিম্পল একটি পেজ নিচুন দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন ওপেন গ্যালারি নামের একটি আইকন সে আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে


তারপরে আপনাদের যে ছবিটা কালার এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সে ছবিটাকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেবার পরে আপনি যদি উপর দিকে খেয়াল করেন দেখতে পাবেন তিনটি লেখা শো করছে সেখান থেকে মাঝখানে (LUT) লেখাটা ক্লিক করে পছন্দ করুন


পছন্দ করার পর নিচের দিকে খেয়াল করলে অনেক কয়টি অপশন দেখতে পাবেন আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে সঙ্গে সঙ্গে শো করবে না হলে একটু ওয়েট করলে লোড নেওয়ার পর শো করবে সেখান থেকে একটি অপশন টপ5 ফাইভ স্টার অপশনটির উপরে টাইপ করুন


টাইপ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বিভিন্ন ধরনের কালার অপশন চলে আসবে সেখান থেকে আপনার যে ধরনের কালার আপনার ছবির উপরে ভালো লাগছে সেই কালার টা জাস্ট ক্লিক করে এপ্লাই এবং সেট করে ফেলুন


সবকিছু ঠিকঠাক থাকার পর এটাকে ডাউনলোড করা জন্য হাতের রাইট সাইড এর উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন টিক মার্ক আইকন সিটির ওপরে ক্লিক করলে সেভ টু খিলাড়ি অপশন চলে আসবে জাস্ট কোটির উপরে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে অটোমেটিক সেইভ হয়ে যাবে

Apps setup

আর্টিকেল পড়ে যদি বুঝতে কোন ধরনের সমস্যা বুঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে আমরা আরো ভালোভাবে লিখে আপনাদেরকে বুঝাতে পারি আপনাদের সুবিধার্তে অ্যাপ্লিকেশন ডাউনলোড বাটন নিচুনে দেখতে পাবেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ