Covid-19 BD রেজিস্ট্রেশন সুরক্ষা সহজে করুন

 স্বাগতম আপনাকে Arman TecH Pro ব্লগে


বন্ধুরা আপনারা যেমন কি জানেন বাংলাদেশ এ করোনাভাইরাস এর টিকার জন্য রেজিস্ট্রেশন চলছে

বন্ধুরা আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে বাড়িতে বসে করোনাভাইরাস এর জন্য রেজিস্ট্রেশন করবেন বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে দেশটি চানকরার দুইটি মাধ্যম হচ্ছে একটি মাধ্যম হচ্ছে ওয়েবসাইট ( www.surokkha.gov.bd ) আমি যেটা আজকে আপনাদেরকে দেখিয়া দিব সেটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেটা আপনারা খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারেন covid-19 টিকার জন্য বাংলাদেশ থেকে


বন্ধুরা রেজিস্ট্রেশন করার আগে একটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার বয়স 25 এর উপরে থাকতে হবে এবং আপনাকে বাংলাদেশর নাগরিক হতে হবে



Covid-19 registration Step গুলি Follow করুন

আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ করুন সুরক্ষা আপনাদের সামনে ফাস্ট পেজে অ্যাপ্লিকেশন টা চলে আসবে সেটিতে ক্লিক করে ইন্সটল করে ফেলুন আপনাদের সুবিধার্থে ইন্সটল ক্লিক করে করতে পারেন


বন্ধুরা সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশন থেকে ক্লিক করে ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে ভাষা নির্বাচন করতে বলবে তো জাস্ট আপনি আপনার পছন্দের ভাষাটা নির্বাচন করে ফেলুন।


১) পরিচয় যাচাই

আপনারা নিয়েছেন একটু খেয়াল করলে দেখতে পাবেন সবুজ রঙের একটি বাটন লেখা থাকবে covid-19 vaccine registration সেই বাটনে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের সামনে ফার্স্ট স্টেপ ওপেন হয়ে যাবে (পরিচয় যাচাই) তিনটি ফ্রম আপনাকে পূরণ করতে হবে প্রথম টি হচ্ছে আপনার বয়স যদি 25 এর উপরে থাকে 25 

করোনাভাইরাস

সিলেট করবেন। ২ দ্বিতীয় বক্স আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার টা দিবেন। ৩ তৃতীয় বক্স আপনার জন্ম তারিখ পূরণ করবেন করার পর নিচের দেখতে পারবেন সবুজ রংয়ের বাটন ( যাচাই করুন ) সেই বাটনে ক্লিক করুন আপনার আইডি কার্ড সবকিছু ঠিকঠাক থাকে তথ্যগুলি শো করবে। তার নিচে বক্সে এ আপনাকে ফোন নাম্বার সেট করতে বলবে যে নাম্বারটি আপনি পার্সোনালি ইউজ করেন সে নাম্বার দিয়ে ফেলু। Next Step


২) দীর্ঘমেয়াদী রােগকো-মরবিডিটি

উচ্চরক্তচাপ, হৃদরােগ, স্ট্রোক

আপনাদেরকে বলে রাখি যে এখানে ইনফরমেশন টা আপনারা ভেবেচিন্তে ভালো করে দিবেন যেটা রোগ আপনার থাকবে সেটা ( হ্যাঁ ) দিবেন যেটা থাকবে না সেটা ( না ) দিবেন। সবুজ রঙ্গের পরবর্তী বাটন ক্লিক করে পরবর্তী ধাপের চলে আসুন সেখানে বলা হবে 

Covid-19

আপনি কি কোন করুণা রোগীর সঙ্গে জড়িত ছিলেন যদি হ্যাঁ থাকলে (হ্যাঁ) দিবেন না থাকলে (না) দিবেন নিচের বক্সে আপনার পেশা নির্বাচন করে করবেন। এক কথায় যদি আমি বলতে চাই সেটি হচ্ছে আপনি যে কাজটা করেন সে কাজটা আপনি ওখানে পছন্দ করি আপনার কাজের সঙ্গে কোন ওখানে সাবজেক্ট যদি ম্যাচ না খায়। তাহলে আপনি (অন্যান্য অপশনটি) সিলেক্ট করুন।

করোনাভাইরাস বাংলাদেশ রেজিস্ট্রেশন


৩) বর্তমান ঠিকানা

বর্তমান ঠিকানা বলতে যেমন আপনার লোকেশন অনুযায়ী টিকা কেন্দ্র আছে সে জায়গা নির্বাচন করবেন এবং আপনার জেলা বিভাগ ওয়ার্ড মহল্লা অন্যান্য সব কি যে হিসাবে চাইবে আপনারা বক্সে অনুযায়ী সিলেট করে পূরণ করুন। সবুজ রঙ্গের (বাটন পরবর্তী ধাপ) ক্লিক করার সঙ্গে আরেকটি বক্স আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে সে 


বক্সে আপনাকে বলা হবে আপনি কোন কেন্দ্রে টিকা দিতে চাচ্ছেন সে জায়গাটা আপনি সিলেট করে ফেলুন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একটি টিক মার্ক দিয়ে গ্রিল রং এর  (বাটন সংরক্ষণ করুন) ক্লিক করুন পরবর্তী ধাপে চলে যান। যাওয়ার পর আপনার পার্সোনাল ফোন নাম্বারটি যেটি দিয়ে ছিলেন সে নাম্বারে অটোমেটিক অটো পি কোড সাবমিট করুন। গ্রীন রংয়ের বাটন দেখতে পাবেন বাটনে লেখা থাকবে (যাচাই করুন) ক্লিক করে ফেলুন


আপনার রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে যাবে টিকা কার্ড ডাউনলোড অপশন টি চলে আসবে


8) টিকা কার্ড ডাউনলোড

এখন কথা হচ্ছে আপনারা টিকা রেজিস্ট্রেশন করা কমপ্লিট এখন আপনারা টিকা কার্ড কিভাবে ডাউনলোড করবেন। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে যাওয়ার পর আপনারা অটোমেটিক হোমপেজে দেখতে পাবেন টিকা কার্ড ডাউনলোড। জাস্ট ওখানে ক্লিক করলে আপনাদের 

Covid-19 state paper

সামনে দুটি বক্স ওপেন হয়ে যাবে সেখানে জাস্ট আপনার আইডি কার্ড নাম্বার এবং আইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটি দেওয়ার পরে সবুজ রঙ্গের বাটন দেখতে পাবেন সেবাদানের উপরে লেখা থাকবে যাচাই করুন ওখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে ডাউনলোড শুরু হয়ে যাবে। জাস্ট আপনার সামনের যে কোনো কম্পিউটার দোকানে ফ্রন্ড করে বের করে ফেলুন আপনার কাজ কমপ্লিট

Covid-19

তারপরও আপনাদেরকে বুঝতে যদি কোন ধরনের সমস্যা বুঝা যায় তাহলে অবশ্যই ইউটিউব Video লিংক দিয়ে দিব 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ